চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শ্রমজীবী

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী কমিটির উদ্যোগে চট্টগ্রামে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সরকারী গাড়ি চালক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ এপ্রিল ১০, ০৩:৫১ অপরাহ্ন
সরকারী গাড়ি চালক সমিতির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী কমিটির উদ্যোগে চট্টগ্রামে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংগঠনের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম। আয়োজিত ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সরকারী গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির অস্থায়ী কার্যালয়ের মাসিক ভাড়া নিজের পক্ষ থেকে প্রদানের আশ্বাস দেন প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত বিটুর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রিংকু শর্মা, বিএলএফ চট্টগ্রাম মহানগর সভাপতি মো. আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা মো.সুমন। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সরকারী গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক ফারুক। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম বাবুল, মো. খোরশেদ আলম, ভূষন কুমার বড়ুয়া, মো. হারুন, আবদুল গফুর, ফখরুল বাবর, মো. হোসেন, মো. আলমগীর হোসেন, খলিলুর রহমান, আবু বক্কর ছিদ্দিক, সালাউদ্দিন, মো. হাসান মুন্না, আজমীর উদ্দিন, সুবল দাশ, মো. ইউসুফ, মো. নাজমুল হাসান, রজত চক্রবর্তী, মো. রাশেদ, আনোয়ার পাশা, আবদুর রাশিদ প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ হান্নানি রশিদ আদনান।

- তথ্য ও ছবি বাংলাদেশ সরকারী গাড়ি চালক সমিতি

- মা.ফা/জা.হো.ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video