চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শ্রমজীবী

মামালা প্রত্যাহারসহ শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ Jun ১৭, ১২:৫৮ অপরাহ্ন
মামালা প্রত্যাহারসহ শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে বাংলাদেশ লেবার ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ আয়োজক কমিটির আহবায়ক শ্রমিক নেতা মো. সেলিম খান।

বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর সভাপতি বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চল কমিটির সভাপতি শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন মামুনের নামে বেইস টেক্সটাইল লি. কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিকদের বকেয়া বেতনসহ সমুদয় পাওনা পরিশোধের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ লেবার ফেডারেশন।

 

১৫ জুন বৃহস্পতিবার সকালে নিজস্ব দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ আয়োজক কমিটির আহবায়ক শ্রমিক নেতা মো. সেলিম খান।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, চান্দগাঁও মোহরা শিল্প এলাকায় অবস্থিত বেইস টেক্সাটাইল লি.-এর ৬০০জন শ্রমিক কর্মচারীর ৩ মাসের বকেয়া বেতন ও সমুদয় পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করে দিয়ে নোটিশ টানিয়ে দেয়। এ সময় শ্রমিকদের আবেদনের পরিপেক্ষিতে শ্রমিক নেতা হিসেবে আনোয়ার হোসেন ও নুরুল আমিন মামুন অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের বকেয়া আদায় করার জন্য তাদের পরামর্শ ও বিভিন্ন দপ্তরে আবেদনের সহযোগিতা করেন।

 

বিগত ৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক চট্টগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়ও বেইস টেক্সটাইল লি. কে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত দেয়া হয় এবং আলোচনায় থাকা অবস্থায় কোন আন্দোলন না করারও সিদ্ধান্ত দেন জেলা প্রশাসন। কিন্তু বেইস টেক্সটাইল সেই সিদ্ধান্ত অমান্য করে শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি।

 

পরে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ লেবার ফেডারেশন শ্রমিকদের বকেয়া পরিশোদের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অবহিত করলে বেইস টেক্সটাইল লি. কর্তৃক শ্রমিক নেতা আনোয়ার হোসেন ও নুরুল আমিন মামুনসহ ২৪ জনের বিরুদ্ধে মিথ্যা মামালা দিয়ে হয়রানী করছে।

 

শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ বেইস টেক্সটাইল লি.-এর শ্রমিকদের বকেয়াসহ সমুদয় পাওনা পরিশোধের দাবী জানান। অন্যথায় আগামী ২৩ জুন বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. ফেরদৌস জামান মুকুল, চট্টগ্রাম সীতাকুন্ড অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি খলিলুর রহমান, বাস মিনি বাস হিউম্যান হলার-এর সাবেক সভাপতি শাহ আলম ফিরোজী ও চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ।


- প্রেস বিজ্ঞপ্তি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video