মাইশা ফাইরোজ
‘শ্রমিক সমাজ কে মূল্যায়ন করা গেলেই অর্থনৈতিক মুক্তি সম্ভব’ এই শিরোনামে স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮মার্চ) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, দেশের উন্নয়নের প্রধান কারিগর হচ্ছে শ্রমিক সমাজ। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক ও ছাত্র সমাজের সক্রিয় ভূমিকা ছিল। তাই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখতে হলে শ্রমিকদের মূল্যায়ন করতে হবে।
তিনি আরো বলেন, শ্রমিকদের শ্রমের মূল্যায়ন করা গেলেই প্রকৃত অর্থে অর্থনৈতিক মুক্তি পাওয়া সম্ভব। এই শ্রমিকরাই ৭১’র ২৪মার্চ পাকিস্তানী অস্ত্রবোঝাই সোয়াত জাহাজের চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাস করার প্রক্রিয়াকে প্রতিরোধ করেছিলো। যা আজ ইতিহাসের একটি অংশ। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে শ্রমিক, কৃষক, ছাত্র সমাজের সংখ্যাই বেশি।এই সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।আকতার উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদদান, চন্দন ধর, মো. সহিদ ডাকুয়াসহ সিবিএ, নন সিবিএ ও ওয়ার্ড শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন