চট্টগ্রাম নগরীর
বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ সাবের প্লাজা ভবনের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর
থেকে ধারালো অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ
সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ টহল ডিউটিরত
বন্দর থানা পুলিশ গ্রেফতার করে তাদের।
গ্রেফতারকৃতরা
হলো মো. আরমান (১৯), মো. ইসমাইল হাসান (১৯), মো. রাকিবুল হাসান (১৯), মো, পারভেজ (১৫),
মাঈন উদ্দিন (১৭), মো. রিয়াদ হোসেন (১৫), মো. সাব্বির হোসেন (১৬) ও সামিউল রহমান প্রকাশ
শুভ।
পুলিশ জানায়, তাৎক্ষনিক সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে আসামি আরমানের দখল থেকে ১টি স্টিলের টিপছোরা, মো. ইসমাইল হাসানের দখল থেকে ১টি স্টিলের টিপছোরা, মো. রাকিবুল হাসানের দখল থেকে ১টি লোহার অ্যাংগেল, মাঈন উদ্দিনের দখল থেকে ১টি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা এবং মো পারভেজের দখল থেকে ১টি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতরা এক্সপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল মর্মে স্বীকার করে।
- মা.ফা.
মন্তব্য করুন