বাংলাদেশ সম্মিলিত
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সাথে চট্টগ্রামে
পুলিশের সংঘর্ষকালে আইনজীবী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম
আদালতের আইনজীবিরা। চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে আইনজীবি সাইফুল ইসলাম
আলিফ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো
হয়।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করে কারাগারের পাঠানোর নির্দেশের পর তাকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে তিন ঘন্টা আটকে রেখে বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবীতে বিক্ষোভ করে তার অনুসারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরে যেতে বললে চিন্ময় দাসের অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। যে সংঘর্ষ আদালত প্রাঙ্গণ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। এসময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবিকে কুপিয়ে হত্যা করা হয়। পরে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ ও ভাংচুরে পুলিশের পক্ষ থেকে বুধবার রাতে কোতোয়ালী থানায় তিনটি মামলা করা হয়। সে মামলায় ২৮ জনকে গ্রেফতার দেখিয়ে বাকীদের জিঙ্গাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
- মা.ফা.
মন্তব্য করুন