জেলা আইনজীবি
সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফের হত্যাকান্ডের সাথে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস জড়িত
থাকার কথা দাবি করে অবিলম্বে হত্যার বিচার শুরুর দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবি
সমিতি। ১ জানুয়ারি বুধবার বিকালে চট্টগ্রাম জেলা আদালত চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ
থেকে এ সংক্রান্ত মামলার সব আসামিদের দ্রুত গ্রেফতার ও হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে
প্রেরণের দাবি জানানো হয়।
জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সাইফুল ইসলাম আলিফের রক্তের সাথে আইনজীবিরা বেঈমানী করতে পারে না। আলিফ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অনান্য আসামীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানান আইনজীবি নেতৃবৃন্দ। এসময় তারা আসামীদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং চাঞ্চল্যকর এই মামলাটি দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান। সমাবেশে জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী, সাবেক পিপি এডভোকেট আবদুস সাত্তারসহ সিনিয়র আইনজীবিরা বক্তব্য রাখেন।
- মা.ফা.
মন্তব্য করুন