চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অপরাধ

স্থানীয় যুবদলের মোশাররফ এর অনুসারীরা এই মাঠে খেলার আয়োজন করলে নুরুল আমিনের অনুসারীরা হামলা চালিয়ে ভাংচুর করে এবং তাদের আহত করে।

খেলার মাঠ দখল নিয়ে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ০৬:০১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় একটি কৃত্রিম খেলার মাঠ (টার্ফ) নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয়েছে এক যুবক। নিহতের নাম জুবায়ের উদ্দীন বাবু। তিনি নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান নিহত বাবু এলাকায় যুবদল কর্মী হিসেবে পরিচিত।

 

শুক্রবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তার ও কৃত্রিম খেলার মাঠটিতে এক পক্ষ খেলার আয়োজন করলে অন্য পক্ষে দখলের চেষ্টা চালায়। এতে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসাইনের গ্রুপ এবং কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনের গ্রুপ সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলে ছুরিকাঘাতে আহত হয় বেশ কয়েকজন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে জুবায়ের বাবুকে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার পরিবর্তনের পরে ওই টার্ফ দখল নিয়ে দু'পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। মোশাররফ এর অনুসারীরা এই মাঠে খেলার আয়োজন করলে নুরুল আমিনের অনুসারীরা হামলা চালিয়ে ভাংচুর করে এবং তাদের আহত করে। এতে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, শুক্রবার রাতে চমেক হাসপাতালে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ উপস্থিত হন এবং এ বিষয়ে খোঁজ খবর নেন। পরে রাতেই জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত এবং মোশাররফ হোসাইন ও নুরুল আমিনকে বহিষ্কার আদেশ দেওয়া হয়।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video