চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়।

থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ অক্টোবর ০১, ০১:২৫ অপরাহ্ন

গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর রবিবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ার টেক বাংলাবাজার রোডের পাশে ঝোপের ভিতর সন্দেহজনক একটি বস্তার সন্ধান পায় র‌্যাব-৭, চট্টগ্রাম। পরে স্থানীয় অধিবাসীদের সহায়তায় বস্তাটি তল্লাশি করে ১টি বাটবিহীন চায়না রাইফেল, ১টি বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল, ১টি কাঠের বাটযুক্ত এয়ারগান, ৩টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ জেলা পুলিশের বলে সনাক্ত করা হয় এবং চন্দনাইশ থানা পুলিশের নিকট জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। পরবর্তীতে এসব লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব-৭ চট্টগ্রাম।


- মা.ফা.

 

 

 

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video