পবিত্র মহররম ও আশুরার গুরুত্ব ও তাৎপর্য
নিয়ে আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম'র উদ্যোগে নবম দিবসের দ্বিতীয় অধিবেশনে প্রধান
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আওলাদে রাসুল (দ.) আওলাদে গাউসুল আজম জিলানি (রা.) হযরত
আলহাজ্ব শাহ ছুফি সৈয়দ আফিফ উদ্দিন, আব্দুল কাদের মনসুর আল হাসানী ওয়াল হোসাইনী জিলানী
আল বোগদাদী (ম.জি.আ.) সাজ্জাদানশীন, বাগদাদ শরীফ, ইরাক।
সম্মানিত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত
ছিলেন, পিএইচপি ফ্যামিলীর চেয়ারম্যান আলহাজ্ব ছুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ বক্তা
হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ
আল্লামা মুফতি মো. আব্দুল ওয়াজেদ (ম.জি.আ.), জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার
উপাধ্যক্ষ ড. মো. লিয়াকত আলী (ম.জি.আ.)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগান বাড়ি জামে
মসজিদের পেশ ইমাম মাওলানা আবু তাহের, নূরীয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল
হক প্রমুখ। অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করেন আওলাদে রাসুল (দঃ) শাইখ মুহাম্মদ আব্দুর
রহমান জিলানী আল বোগদাদি, শাহজাদায়ে শাহ ছুফি সৈয়দ আফিফ উদ্দিন আল বোগদাদী।
নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম
কলেজ চত্বরে নবম দিনের মত উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোস্তফা হাকিম
গ্রুপের পরিচালক আলহাজ্ব নিজামুল আলম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি
ফ্যামিলীর পরিচালক আলী হোসেন সোহাগ, জহিরুল ইসলাম রিংকু, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক
আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ
সাহিদুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার
আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজবী।
শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তাগণ বলেন,
আশুরা তথা কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এটি মুসলিম উম্মাহর জন্য
চিরস্মরণীয়। কারবালার মাহফিলের মাধ্যমে সুন্নিয়ত আরো সুপ্রতিষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে
শাণিত হচ্ছে আমাদের ঈমানী চেতনা। আশুরা দিবসে রাসুলের দৌহিত্র কারবালায় অন্যায়, অবিচারের
বিরুদ্ধে ন্যায়-নীতি ও সত্যের জন্য লড়াই করে শাহাদাতবরণ করেছিলেন। অন্যায়ের কাছে তিনি
মাথা নত করেননি। ইসলাম ও সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন তিনি।
তাঁর এই আত্মত্যাগ মুসলিম জাহানে চির স্মরণীয় হয়ে থাকবে।
- মাঈন উদ্দিন সোহেল
মন্তব্য করুন