মিরসরাইয়ে পবিত্র
ঈদ-এ মিলাদুন্নবী (স:) উপলক্ষে মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে ১৩তম ওয়াজ ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ অক্টোবর উপজেলার মস্তাননগরে শাহ কালা (র.) প্রাথমিক
ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মকবুল আহম্মদ
কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল
করিম মাস্টার।
শাহকালা বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মাওলনা মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক
এ.কে.এম জাহাঙ্গীর ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, মিঠাছড়া খাজা ক্লথ স্টোরের
স্বত্বাধিকারী সাইদুল হক ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
মাহফিলে মোনাজাত
পরিচালনা করেন, ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ
মুহাম্মদ আবদুল আলিম রিজভী। প্রধান ওয়ায়েজিন হিসেবে আলোচনা করেন, চট্টগ্রামের রাউজান
উর্কিচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান
রেজা আল কাদেরী। বিশেষ ওয়ায়েজিন হিসেবে আলোচনা করেন শাহকালা (র.) জামে মসজিদের খতিব
মাওলানা হাকিম মো. মফিজুর রহমান। নাত মাহফিলে শায়ের পরিচালনা করেন মাওলানা তারেক রেজা,
মাসুদ রেজা ও সাইমুন রেজা।
মাহফিলে উপজেলার
বিভিন্ন এলাকার বহু ওলামায়েকেরামসহ ধর্মপ্রান মুসলমানরা উপস্থিত ছিলেন। মাহফিলে মুসলিম
উম্মাহর শান্তির জন্য এবং আয়োজকদের সকলের জন্য কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে
দোয়া করা হয়।
- নাছির উদ্দিন/মিরসরাই
মন্তব্য করুন