আগামী ৭ জুলাই
জগন্নাথদেবের বিভাগীয় কেন্দ্রীয় ২৭তম রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেস
ক্লাবের এস. রহমান হলে সংবাদ সম্মেলন করে শ্রী শ্রী রাধামাধব মন্দির ও শ্রী শ্রী গৌর
নিতাই আশ্রম নন্দনকানন চট্টগ্রাম।
১ জুলাই সোমবার
দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবর্ত্তক শ্রী কৃষ্ণ মন্দিরের
অধ্যক্ষ চারু চন্দ্র দাশ বহ্মচারী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল
সেন উজ্জ্বল, শ্রী শ্রী রাধামাধব মন্দির ও শ্রী শ্রী গৌর নিতাই নন্দনকানন আশ্রমের অধ্যক্ষ
পন্ডিত গদাধর দাস বহ্মচারী।
সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ৭ জুলাই জগন্নাথদেবের রথযাত্রা চট্টগ্রামে বিপুল উৎসাহ
উদ্দীপনা নিয়ে আয়োজন করা হবে। এই আয়োজনে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে পুরো দেশের সকল
সম্প্রদায় একসাথে হয়ে এই উৎসব পালন করবে। এ সময় সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার কাছে উৎসবের দিনে সরকারি ছুটির ঘোষণা দাবী করে রথযাত্রার দিন দুপুর ২টার
মধ্যে স্কুল-কলেজ সহ সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ছুটি দিয়ে দেওয়ার দাবী জানানো
হয়।
বন্দরনগরী চট্টগ্রামে বিগত দুই দশক ধরে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ৭ জুলাই হতে ১৫ জুলাই পর্যন্ত ৯ দিনব্যপি বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ২৭তম রথযাত্রা বিকেল ৩ টায় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা নগরীর নন্দনকানন ডিসি হিল চেরাগী পাহাড়-আন্দরকিল্লা-কোতোয়ালী-নিউমার্কেট-বোস ব্রাদার্স মোড়-নন্দনকানন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমে এসে শেষ হবে। ১৫ জুলাই উল্টো রথযাত্রা নন্দনকানন ডিসি হিল হতে শুরু করে উল্টো পথে নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হবে।
- মা.ফা.
মন্তব্য করুন