রাসুলে করীম
(স.)এর ভারসাম্যপূর্ণ ও পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা আল ইসলাম সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্যই এসেছে, তাই অসহায় কর্মচারীদের স্বার্থরক্ষা
করা ও তাদের অধিকার আদায়ের মধ্যে ইসলামের ভূষণ ও সৌন্দর্য্য প্রকাশ পায়। অধীনস্থ শ্রমিক-কর্মচারীরা
আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তারা আমাদের প্রতিবেশী ও সহযোগী। পদ্মা অয়েল কোম্পানী
লিমিটেড এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ প্রধান স্থাপনা গুপ্তখাল উপ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে
মিলাদুন্নবী (স:) উপলক্ষে আয়োজিত আজিমুশশান মাহফিলে প্রধান বক্তা বায়তুশ শরফ মজলিসুল
ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী এ কথা বলেন।
১৭ অক্টোবর, সোমবার
দুপুরে উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনসুরের সভাপতিত্বে ও সিবিএ সাধারণ সম্পাদক শেখ
মো. আইয়ুবের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর সহকারী মহাব্যবস্থাপক
প্রধান স্থাপনা প্রকৌশলী মোস্তাক আহমদ চৌধুরী।
প্রধান বক্তা
আরো বলেন, শ্রমিকের সাথে আচরণের ভাষা হতে হবে কোমল মধুর ও স্নেহময়। এ ক্ষেত্রে রাগ
বড়ই ক্ষতিকর ও কোমলতার প্রতিবন্ধক। মাওলানা নূরী একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ
তা’য়ালা নিজেই কোমল,
কোমলতাকে তিনি পছন্দ করেন। কোমলতার ক্ষেত্রে আল্লাহ্ তালা এমন পুরস্কার প্রদান করেন
যা রূঢ়তার ক্ষেত্রে বা অন্য কোন নেক আমলে করেন না।
মাহফিলে বিশেষ
অতিথি ছিলেন সিবিএ সভাপতি মো. জসিম উদ্দিন, ইনচার্জ ই.আর আমিনুল হক। উপস্থিত ছিলেন
শাহাদাত হোসেন, ইয়াহিয়া আহাদ, মো. সেলিম উদ্দিন, রুস্তম আলী, হোসেন শফি, কামাল পারভেজ,
হারুন, আবদুন নূর, আলমগীর, আবদুল মতিন, জামশেদ কালাম বাবলুসহ প্রধান স্থাপনার কর্মকর্তা-কর্মচারী
ও সিবিএ’র কেন্দ্রীয় কমিটির
নেতৃবৃন্দ।
- ই.হো
মন্তব্য করুন