শুধু মা দিবস নয়, বছরে ৩৬৫ দিনই যাতে মায়েদের হয়, সেদিকে সন্তানদের খেয়াল রাখা উচিত। মা-বাবাদের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি কোনো মা-বাবাকে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সে-ব্যাপারে সন্তানদের নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নাসিম ফারহানা শিরিন বিশ্ব মা দিবস উপলক্ষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গত ৮ মে বিকেলে নগরীর সিডব্লিউসিসিআই-এর সেমিনার কক্ষে আয়োজিত "পারিবারিক স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের ভূমিকা” শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইন-চার্জ আবিদা মোস্তফা। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের প্রাক্তন সাংসদ সাবিহা নাহার বেগম, এফবিসিসিআই-এর পরিচালক ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব এবং ল্যাবএইড হাসপাতালের হেড অফ অপারেশন মো. আলমগীর।
সেমিনারে ব্রেস্ট, কোলোরেক্টাল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারি বিষয়ে আলোকপাত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর বিশেষজ্ঞ ডা. রায়হানা আহমেদ এবং নিউট্রিশন ও খাদ্যপুষ্টির উপর আলোকপাত করেন ল্যাবএইড হসপিটাল চট্টগ্রাম-এর ক্লিনিক্যাল নিউট্রিশনিষ্ট হাসিনা আক্তার লিপি।
বিশ্ব মা দিবস উপলক্ষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল এসএসসি ১৯৮৫ চট্টগ্রাম-এর পরিবেশনায় 'মধুর আমার মায়ের স্মৃতি' শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, মোর্শেদা ইসলাম কলি, আশরাফ মাহমুদ, নিখিলেশ বড়ুয়া ও সিডব্লিউসিসিআই-এর পরিচালক সাবিনা কাইয়ুম।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আকর্ষণীয় এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার পান সায়মা সুলতানা, হাসিনা আক্তার লিপি, আমেনা বেগম, হাজেরা খানম ও শাহেদা মুন্নি।
- সংবাদ বিজ্ঞপ্তি
- মা.ফা
মন্তব্য করুন