চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

মিরসরাইয়ে ইউপি সদস্যের অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ২১, ০৬:৪৩ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুচ ছালামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

 

২১ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দিলীপ দাশ, গোপাল চন্দ্র দাশ, দুলাল দাশ, মমতা দাশ, আব্দুল কুদ্দুস, রঙ্গা দেবী, বিজল চন্দ্র দাশ, অমর চন্দ্র দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

 

ভুক্তভোগী বিজল চন্দ্র দাশ বলেন, তিনি ২৫ বছর আগে সড়কের পাশে নিজ জমিতে বিভিন্ন ধরণের গাছ রোপন করেছেন। কিন্তু ছালেক মেম্বার কোন কিছু না জানিয়ে তার নিজস্ব বাহিনী দিয়ে সব কয়টি গাছ কেটে নিয়ে গেছে। শুধু তাই নয় পুকুরে ভেজানো গাছও লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। আরেক ভুক্তভোগী গোপাল চন্দ্র দাশ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ছালেক মেম্বার প্রকাশ্যে তাকে পিটিয়ে আহত করেছে। রঙ্গাদেবী নামে এক ভুক্তভোগী বলেন, আমার ছেলেকে পিটিয়ে আমার কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা নিয়েছে ছালেক মেম্বার। আমি সুদের উপর ঋণ করে টাকা দিয়েছি।

 

উল্লেখ্য, গত ১৪ মে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস ছালাম প্রকাশ ছালেক মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় গোপাল চন্দ্র দাশ নামে এক বাসিন্দা।


- নাছির উদ্দিন, মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video