চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মে ২০, ০৫:৩৩ অপরাহ্ন

মিরসরাই ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুচ ছালামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

 

২০ মে সোমবার দুপুরে চরশরত এলাকার জনসাধারণের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া জনসাধারণ বিভিন্ন ধরণের ফেস্টুন হাতে নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

 

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, এলাকায় কয়েকজন চিহ্নিত ব্যক্তি আমাদের ইউপি সদস্য ছালেকের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারে চালাচ্ছে। তারা কতিপয় অনলাইন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে মেম্বারের সুনাম নস্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ছালেক মেম্বার নির্বাচিত হওয়ার পরে এলাকার গরীব-দুঃখী মানুষের পাশে থাকেন। তিনি হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের মানুষের জন্য কাজ করেন। তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।  

 

ইছাখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুচ ছালাম প্রকাশ ছালেক মেম্বার বলেন, স্থানীয় গোপাল মহাজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানুষের জায়গা দখল, ফসল নষ্টসহ বিভিন অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। অভিযোগের প্রেক্ষিতে তাকে ইউনিয়ন পরিষদে ডাকা হলে সে হাজির না হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।


- নাছির উদ্দিন, মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video