চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

ফাগুন টেলিভিশন পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ।

রাউজানের উন্নয়নে কর্মকাণ্ড অব্যাহত থাকবে: মেয়র

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ-এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ফাগুন টেলিভিশনের প্রধান সম্পাদক জ্যোতির্ময় নন্দী, প্রধান নির্বাহী জামাল হোসাইন মনজু, জেনারেল ম্যনেজার মাঈন উদ্দিন সোহেল ও রিপোর্টার মাইশা ফাইরোজ।

মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের কাণ্ডারী, জননেত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের উপর্যুপরি চারবারের নির্বাচিত সংসদ সদস্য, জননেতা ফজলে করিম চৌধুরীর দিকনির্দেশনায় রাউজান পৌর এলাকার সর্বতোমুখী উন্নয়নে আমার পরিকল্পনা ও কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ফাগুন টেলিভিশন পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ এ কথা বলেন।

২৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে রাউজান পৌরসভা ভবনে মেয়র-এর অফিস কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ফাগুন টেলিভিশনের প্রধান সম্পাদক জ্যোতির্ময় নন্দী, প্রধান নির্বাহী জামাল হোসাইন মনজু, জেনারেল ম্যনেজার মাঈন উদ্দিন সোহেল ও রিপোর্টার মাইশা ফাইরোজ।

 

অনুষ্ঠানে ফাগুন টেলিভিশনের প্রধান নির্বাহী জামাল হোসাইন মনজু রাউজান পৌরসভা মেয়রের বহুমুখী উন্নয়নকর্মের ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ব্যবস্থাপনায় রাউজান পৌর কর্তৃপক্ষের নেয়া সময়োপযোগী চমৎকার ব্যবস্থার কথা।

 

এসময় ফাগুন টেলিভিশনের পক্ষ থেকে জনাব মনজু রাউজান পৌরসভার সামগ্রিক কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র বানানোর প্রস্তাব দিলে মেয়র পারভেজ তাতে সদয় সম্মতি দেন। তিনি সামনের দিনগুলোতে রাউজান পৌরসভা ও তাঁর নিজের পক্ষ থেকে ফাগুন টিভিকে সবধরনের সাহায্য-সহযোগিতা প্রদান অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন। 

 

সাক্ষাতকালে স্থানীয় কয়েকজন ছাত্র ও যুব প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video