চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকায় মেলখুম ঝর্ণায় ঘুরতে এসে পথভুলে গহীন অরন্যে হারিয়ে যায় তারা। প্রায় ৮ ঘন্টা পর রাত ১১টায় গভীর জঙ্গল থেকে পর্যটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে জোরারগঞ্জ থানা পুলিশ।

মেলখুম ঝর্ণার গহীন জঙ্গল থেকে আবারও ৫ পর্যটক উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ এপ্রিল ২৫, ০৬:০২ অপরাহ্ন
মিরসরাইয়ের মেলখুম ঝর্ণার গহীন জঙ্গল থেকে পথহারা উদ্ধারকৃত ৫ পর্যটক।

মিরসরাইয়ের মেলখুম ঝর্ণায় ঘুরতে এসে ৫ জন পর্যটক পথভুলে গহীন অরন্যে হারিয়ে যায়। ২৪ এপ্রিল সোমবার বিকালে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত কলে জানতে পারেন জোরারগঞ্জ থানা পুলিশ।

 

জরুরী সেবায় হারানো পর্যটকরা জানায়, তারা ৫ জন জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকায় মেলখুম ঝর্ণায় ঘুরতে এসে পথভুলে গহীন অরন্যে হারিয়ে যায়। পথের সন্ধানে চারদিকে ঘোরাফেরা করে সঠিক পথ না পেয়ে না তারা অজ্ঞাত একটি টিলায় অবস্থান করে। যেখানে পাহাড়ের চূড়ায় উঠলে মাঝে মাঝে মোবাইলে নেটওর্য়াক পাওয়া যায়।

 

পরে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেনের দিক নির্দেশনায় থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ পাহাড় বেয়ে গভীর জঙ্গল থেকে রাত ১১টায় পর্যটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত পর্যটরা হলো- পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ছোট মাছুয়া গ্রামের শাহীন ফরাজের ছেলে তহিজুল ইসলাম সাগর (২৩),  কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বাইশগাঁও গ্রামের সালেহ আহম্মদের ছেলে সাইদুর রহমান (২৪), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোপালপুর গ্রামের মোবারক উল্লাহর ছেলে মাহবুবুর রহমান (২৪), চাঁদপুর জেলার শাহরাস্তি গ্রামের আব্দুল হান্নানের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার ভাবনছড়া গ্রামের আব্দুল বারী সরকারের ছেলে মো. জাহিদ হাসান (২৩)।

 

এ বিষয়ে উদ্ধারকারী কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই আব্দুর রহিম বলেন, রাত গভীর হয়ে যাওয়ায় পুরো উদ্ধার কাজটি অনেক কঠিন হয়ে পড়েছিলো। চারদিকে সুনসান নীরবতা আর অন্ধকার থাকায় তাদের খুঁজে পাওয়া অনেক কষ্ট সাধ্য ছিলো। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে নাম ঠিকানা সনাক্ত করে তাদের নিজ জিম্মায় নিজ নিজ বাড়ীতে পাঠানো হয়েছে।

 

এরপূর্বে চলতি বছরের গত ১৪ই মার্চ দুপুরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর কলের ভিত্তিতে পথহারা ৪ জন পর্যটককে গহীন পাহাড়ী এলাকা থেকে মানসিক বিপর্যস্থ অবস্থায় রাতে উদ্ধার করা হয়।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video