চট্টগ্রামের মীরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই ও শেফা
ইনসান হাসপাতালের উদ্যোগে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৩ অগাস্ট সকালে
বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক
লায়ন ডা. এস এ ফারুকের ৫নং ওসমানপুর ইউনিয়নের পাতাকোট এলাকায় নিজ বাড়ীতে (রওশন
উজ্জাম ভিলা) এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরে আগত রোগীদের ফ্রী চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা,
ফ্রী চশমা বিতরণ ও এতিমখানার ছাত্রদের খাবার প্রদান করা হয়। লায়ন ডা. এস.এ ফারুক
জানান, এদিন মোট ৭৪১ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এতে ১৪২ জনকে অপারেশনের জন্য
মনোনীত করা হয়। ২৩২ জনকে ফ্রী চশমা প্রদান করা হয়। এছাড়া ৪০০ জনের ডায়াবেটিস
পরীক্ষা করা হয়। আগত রোগীদের মাঝে প্রায় ৬০ হাজার টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা
হয় এবং ২০ জন এতিমকে দুপুরের খাবার প্রদান করা হয়।
অনুষ্ঠানে লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর জোন চেয়ারপার্সন লায়ন ইলিয়াছ সিরাজী, লায়ন্স ক্লাব চিটাগং মীরসরাই এর প্রেসিডেন্ট লায়ন মঈন উদ্দিন, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি এবং শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
- নাছির উদ্দিন / মীরসরাই
মন্তব্য করুন