চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

মির্জা ফখরুল এবং বিএনপি এখন ইহুদিদের পক্ষ নিয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ অক্টোবর ১৬, ০৪:১৩ অপরাহ্ন
চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস, জঙ্গী নিমূর্ল, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমি অবাক হয়েছি যখন মিডিয়া মির্জা ফখরুলকে ফিলিস্তিনিদের ব্যাপারে জিজ্ঞেস করল তখন তিনি বললেন ফিলিস্তিন নিয়ে আমাদের কথা বলার সময় নেই। আমরা দেশে অনেক সমস্যার মধ্যে আছি। আজকে ফিলিস্তিনের মানুষদেরকে ইসরায়েল পাখি শিকার করার মত করে মারছে আর বিএনপির মুখে কোন কথা নেই। একটা বৃহৎ শক্তিকে অখুশি না করার জন্য বিএনপি ইজরায়েলের বিরুদ্ধে কথা বলছে না। অতএব মির্জা ফখরুল এবং বিএনপি আজকে ইহুদিদের পক্ষে নিয়েছে।

 

১৫ অক্টোবর রবিবার চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস, জঙ্গী নিমূর্ল, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগ ও পরিষদ যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রী এসময় পৌনে তিনশ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

 

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম-এর সভাপতিত্বে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বক্তৃতা করেন। উত্তর-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ অসংখ্য উপকারভোগী ও সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

মন্ত্রী হামাস-ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে বলেন, ফিলিস্তিনে যেভাবে নিরীহ মানুষদের ইসরাইলিরা হত্যা করছে সেটা পৃথিবীতে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার মধ্যে একটা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর প্রতিবাদ জানিয়েছে।

 

তিনি আরো বলেন, শুধু ভোটের সময় যারা আসবে, তাদের জিজ্ঞেস করবেন, আপনাদের করোনা, বন্যা কিংবা দেশের দুর্যোগ-দুর্বিপাকে দেখা যায়নি কেন? তাদের বলবেন, আসছেন ভালো কথা, বসে চা খেয়ে চলে যান। এসব মানুষদের ব্যাপারে সবসময় সর্তক থাকবেন।

 

হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার যে নানারকম ভাতা দিচ্ছে, এগুলো আগে কখনো ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে চালু করেছিল। ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে এ সুবিধাগুলো তারা বন্ধ করে দেয়। সেসময় তারা কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল এবং সেগুলোকে গরু ছাগলের খামার বানিয়েছিল। কিন্তু এখন প্রায় ২২ হাজার কমিউনিটি ক্লিনিক বানানো হয়েছে এবং সেখানে ৩২ রকমের ওষুধ ফ্রিতে প্রদান করা হয়। এগুলো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। আজকে সারাবিশ্বের কাছে এ কাজ প্রশংসনীয় হয়েছে।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video