চট্টগ্রামের মিরসরাইয়ে
শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। ১৫ জানুয়ারি রবিবার সকালে
উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাতাকোট গ্রামে ফিতা কেটে ও জাতীয়
পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. এস এ ফারুক, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে
মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব, বর্তমান খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী,
গোলকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মুক্তার আহম্মদ,
বাংলাদেশ ইমাম সমিতি মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস
উদ্দিন, ওচমানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, ডা. আহম্মদ
সোবহান, শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবুল
হাশেম, মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল আলিম, মেজবাউল
আলম টিটু কোম্পানী, ফরিদুল আলম স্বপন কোম্পানী প্রমুখ।
মাদ্রাসার প্রধান
শিক্ষক মাওলানা মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বারইয়ারহাট
কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়বের দোয়া ও মোনাজাতের মাধ্যমে
উদ্বোধনী কার্যক্রম শেষ হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. এস এ ফারুক এসময় বলেন, সহীহ আক্বিদা ও সুন্নাহভিত্তিক দ্বীনি ও আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষিত সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করতে পারে। আমাদের সন্তানদের আধুনিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। পর্যায়ক্রমে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিধি আরো বাড়ানো হবে।
- নাছির উদ্দিন/মিরসরাই
মন্তব্য করুন