চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

আটককৃত সাহাব উদ্দিনের হেফাজতে থাকা ৯ বোতল বিদেশী ভদকা এবং ১১ বোতল বিদেশী হুইস্কী উদ্ধার পূর্বক জব্দকরা হয়। যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫শ টাকা।

মিরসরাইয়ে ২০ বোতল বিদেশী মদসহ ১ জন আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ২৫, ১২:২১ অপরাহ্ন
মিররসাইয়ে ২০ বোতল বিদেশী মদসহ জোরারগঞ্জ থানা পুলিশের হাতে আটক সাহাব উদ্দিন।

মিরসরাইয়ে ২০ বোতল বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ২৪ মার্চ শুক্রবার ভোর ৫টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকায় এঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, মাদক বিকিকিনির গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাজ্জাদ হোসেন, আল মাহমুদ শরীফ ও মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাপাহাড় এলাকার ধন মিয়া বাড়ীতে অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ী ওই বাড়ীর নুরের নবীর ছেলে সাহাব উদ্দিন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে পুলিশ।

 

পরে জিজ্ঞাসাবাদ করে সাহাব উদ্দিনের দেখানো মতে তার খাটের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯ বোতল বিদেশী ভদকা এবং ১১ বোতল বিদেশী হুইস্কী মোট ২০ বোতল বিদেশী মদ উদ্ধার পূর্বক জব্দকরা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ ১০ লিটার, যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫শ টাকা। ধৃত মাদক ব্যবসায়ী জানায়, বিদেশী মদগুলো সীমন্তবর্তী এলাকা হতে কম দামে ক্রয় করে বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে অবৈধভাবে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারনি ক্রমিক ২৪ (খ) ধারার মামলা দায়ের করে।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহেদ হোসেন জানান, থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় ২০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video