চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শেখ ফরিদ মেম্বার নামে এক মৎস খাদ্য ব্যবসায়ীকে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।

মিরসরাইয়ে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মে ২৭, ১১:৩১ পূর্বাহ্ন
গুলি করে টাকা ছিনতাইকালে পেটের ডানপাশে গুলি লেগে আহত হন মৎস খাদ্য ব্যবসায়ী শেখ ফরিদ মেম্বার।

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শেখ ফরিদ মেম্বার নামে এক মৎস খাদ্য ব্যবসায়ীকে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ২৫ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কে আজমপুর বাজারের দক্ষিণে এই ঘটনা ঘটে।

 

গুলিতে আহত শেখ ফরিদকে স্থানীয় বাসিন্ধারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বলেন, শেখ ফরিদের পেটের ডানপাশে গুলি লেগে চামড়া ছিঁড়ে গুলি বের হয়ে যায়। ক্ষতস্থান পরিস্কার করে ঔষধ দিয়েছি। তিনি এখন শংকামুক্ত।

 

ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেনসহ জোরারগঞ্জ থানা পুলিশ।

 

ছিনতাইয়ের শিকার মৎস খাদ্য ব্যবসায়ী শেখ ফরিদ মেম্বার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আমার প্রতিষ্ঠান শেখ ফরিদ মৎস ফিড দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে আজমপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মোটরসাইকেল যোগে হেলমেট পরে থাকা দুইজন ছিনতাইকারী হঠাৎ আমাকে লক্ষ করে দুই রাউন্ড গুলি করলে একটি লক্ষভ্রষ্ট হয় এবং আরেকটি গুলি এসে আমার গায়ে লাগলে আমি সড়কে ছিটকে পড়ি। এসময় আমার সাথে থাকা ৯ লাখ ৭০ হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

 

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করার পাশাপাশি ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video