চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

মিরসরাই উপজেলার সদর ইউনিয়নস্থ কিসমত জাফরাবাদ আশ্রয়ন প্রকল্প-২ এলাকায় গৃহ ও জমিসহ ভূমি ও গৃহহীন ১০৯টি পরিবার জমির দলির বুঝে পান।

মিরসরাইয়ে আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া পরিবারের সদস্যদের জমির দলিল হস্তান্তর

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ১৫, ১১:৪৫ পূর্বাহ্ন
সরকারী আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া গৃহহীন ও ভূমিহীন পরিবারের এক সদস্যকে জমির দলিল হস্তান্তর করছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

মিরসরাইয়ে নব নির্মিত সরকারী আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে জমির দলির হস্তান্তর করা হয়েছে। উপজেলার ৯নং সদর ইউনিয়নে গৃহ ও জমিসহ ভূমি ও গৃহহীন ১০৯টি পরিবার জমির দলির বুঝে পান।

 

১৪ নভেম্বর সোমবার সকালে মিরসরাই সদর ইউনিয়নস্থ কিসমত জাফরাবাদ আশ্রয়ন প্রকল্প-২ এলাকায় উপস্থিত গৃহহীন পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে জমির দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন ও ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূঁইয়া। স্থানীয় চেয়ারম্যানদরে মধ্যে উপস্থিত ছিলেন এনায়েত হোসেন নয়ন, রেজাউল করিম মাস্টার, নুরুল মোস্তফা ও আবু সুফিয়ান বিপ্লব।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশ্রয়হীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিয়ে সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বব্যাপী মন্দাবস্থা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার জন্য জনগণকে চাষাবাদে এগিয়ে আসতে হবে। কোনপ্রকার ফসলি জমি অনাবাদী রাখা যাবে না। পরে তিনি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video