‘কবিতাই জন্মান্তরের
সত্য ও সুন্দর’ এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের মিরসরাইয়ে পাক্ষিক
খবরিকা ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন করা
হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রখ্যাত নাট্যভিনেতা আজিজুল হাকিম ও তার সহধর্মীনি
কবি ও নাট্যকার জিনাত হাকিম।
৪ ফেব্রুয়ারি
শনিবার মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে কবি রাজিব মজুমদার, প্রতাপ বণিক ও পুসকিন চৌধুরীর
যৌথ সঞ্চালনায় খবরিকার প্রধান সম্পাদক আবদুল আলীম তুহিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য
রাখেন গীতিকবি শাখাওয়াত উল্লাহ রিপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাক্ষিক খবরিকার সম্পাদক
মাহবুব পলাশ।
দিনব্যাপী কবিতা
উৎসবের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য ডা. ইসমাইল খাঁন। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবি কাইয়ুম নিজামী,
নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক হিমেল চৌধুরী, মিরসরাই
পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল ইসলাম,
কবি ও লেখিকা মেহেরুন্নেছা রোজী, আবৃত্তি শিল্পী এহতেশামুল হক, রবীন্দ্র সংগীত শিল্পী
সাবিনা ইয়াসমিন সাথী, মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মিরসরাই পৌর আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল।
অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের বিশিষ্ট কথাশিল্পী ও সঞ্চালিকা কথাকলি সোমা, বাচিক শিল্পী সূর্যোদয়, সংগীত শিল্পী তুষার দে। অনুষ্ঠানে দেশ-বিদেশের ৫ শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবৃত্তি, কথামালা ও সংগীত পরিবেশিত হয় এবং আগত অতিথিবৃন্দ ও কবি সাহিত্যিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
- নাছির উদ্দিন/মিরসরাই
মন্তব্য করুন