চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

জনপদ

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


প্রকাশিত : শনিবার, ২০২২ জুলাই ৩০, ১২:৩৭ অপরাহ্ন
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন মিরসরাইয়ের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ মিরসরাই উপজেলায় সম্পন্ন হয়েছে। ২৮ জুলাই বিকেলে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ধাপে ছেলেদের এবং দ্বিতীয় ধাপে মেয়েদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় (ছেলেদের) পূর্ব সাহেরখালী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তর কাটাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের খেলায় ফয়েজ উল্লাহ মাস্টার প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম মায়ানী হাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।


খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও পুরষ্কার বিতরণ করেন মিরসরাইয়ের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

 

এসময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর ভূঁইয়া, মীরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা এ. কে. এম ফজুল হক, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ৯ নং মীরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, ৯ নং মীরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল্লাহ দিদার প্রমুখ। 


- নাছির উদ্দিন / মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video