চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের ফল উৎসব

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ Jun ১৫, ১১:৩৬ পূর্বাহ্ন
মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।

বর্নাঢ্য আয়োজনে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার বিকালে উপজেলার করেরহাট ফরেস্ট অফিস ডাক বাংলোতে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

 

প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে এবং ফল উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব রাজিব মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, চট্টগ্রাম উত্তর জেলা সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী মাজহার উল্ল্যা মিয়া।

 

এসময় বক্তারা বলেন, দেশীয় ফলে অনেক গুণ রয়েছে। যা নতুন প্রজন্ম জানে না। তাই আজকের ফল উৎসবটি খুবই গুরুত্বপূর্ণ। এরকম আয়োজন প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা প্রয়োজন। কেননা এই প্রজন্মের শিক্ষার্থীদের দেশীয় ফল ও ফলের গুনাগণ সম্পর্কে জানানো একান্ত প্রয়োজন। এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তারা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, ফল উৎসব উদযাপন কমিটির আহবায়ক রাজু কুমার দে, সাংবাদিক রণজিত কুমার ধর, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৮নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন, উদয়ন ক্লাবের সভাপতি আব্দুর রহিম, অনির্বান ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিনসহ মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video