মিয়ানমার থেকে নিক্ষিপ্ত দুটি মর্টারশেল বাংলাদেশ-মিয়ানমার জিরো পয়েন্ট
সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকার জনবসতিতে এসে পড়েছে, যদিও সেগুলো বিস্ফোরিত হয়নি বা হতাহতের ঘটনাও
ঘটেনি।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের
তুমব্রু বাজার এলাকায় মর্টার শেল দুটি পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কগ্রস্ত
হয়ে পড়েছে সীমান্ত এলাকার বাসিন্দারা।
বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি)’র
সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রেখেছেন। শেল দুটো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। বিজিবির
উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গেছেন।
স্থানীয় অধিবাসীরা জানান, ‘বিকেলে বিকট শব্দে মর্টার
শেলটি উত্তর পাড়ার একটি বাড়ির কাছে পড়ে। পরে আরো একটি গোলা কাছাকাছি রাস্তায় এসে পড়ে।
আমরা আতঙ্কে আছি, কখন কি হয়।'
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেন, 'গত দুই সপ্তাহ ধরে
ওপারে গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে জানতে পেরেছি রাখাইনে মায়ানমার সেনাবাহিনী ও
আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুঁড়লেও, আজকে উত্তর পাড়ায় মর্টার
শেলগুলো পড়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছে।’
এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তে কর্মরত বিজিবির জওয়ানেরা।
মন্তব্য করুন