চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জনপদ

পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময়সূচি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ এপ্রিল ৩০, ০২:৪৬ অপরাহ্ন
চসিক ষষ্ঠ পরিষদের ১৫ তম সাধারণ সভায় বক্তব্য রাখছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ষষ্ঠ পরিষদের ১৫ তম সাধারণ সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম সভাপতির বক্তব্যে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিক সেবার মান কীভাবে বৃদ্ধি করা যায় সে দিকে সব সময় গুরুত্ব দিতে হবে। নাগরিকদের জীবন মান কতটুকু উন্নততর করা গেল কাউন্সিলরদের জনপ্রতিনিধি হিসেবে সেদিকে দৃষ্টি রাখতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি পরিবেশ বান্ধব স্মার্ট সিটিতে পরিণত করাই হবে এই পরিষদের মূল লক্ষ্য। এসময় তিনি পবিত্র ঈদুল ফিতরের জামায়াতের সময়-সূচী বর্ণনা করে বলেন, ঈদুল ফিতরের জামাতের প্রথম ও প্রধান জামাত সকাল ৮ টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক। লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। নগরীতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, চশবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হর্কাস মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও নগরীর ৪১টি ওয়ার্ডে সশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলগণের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত স্ব-স্ব মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সচিব খালেদ মাহমুদসহ অন্যান্য কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধানগণ।

- তথ্য ও ছবি (চসিক)

- মা.ফা/জা.হো.ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video