চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

সড়কের পাশে থাকা বিভিন্নপ্রকার গাছের ঝূঁকিপূর্ণ ডালপালা এবং মরা গাছগুলো কাটার কার্যাদেশ দেয় সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। কিন্তু ঠিকাদার সড়কের বেশ কয়েকটি স্থান থেকে কেটে নিয়েছে বড় আকারের কড়ই গাছ ও বজ্রপাত সহায়ক তাল গাছসহ জীবিত অনেক গাছ।

ডালপালা কাটার টেন্ডারে গাছ কেটে সাবাড়

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ ডিসেম্বর ০৪, ১১:৫০ পূর্বাহ্ন
ঢাকা-চট্টগ্রাম পুরাতান মহাসড়কের ডালপালা কাটার নামে বড় গাছ ও তাল গাছ কাটা হয়েছে। চৌধুরীহাট এলাকা থেকে তোলা ছবি।

 

ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে মিরসরাইয়ের জোরারগঞ্জে মস্তাননগর বাইপাস থেকে বারইয়ারহাট পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের সড়কের দুপাশের গাছের ডালপালা কাটার টেন্ডার দেওয়া হলেও বিভিন্ন গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ঝূঁকিপূর্ণ গাছগুলোর ডালপালা এবং মরা গাছগুলো কাটার জন্য দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) বৃক্ষপালন উপবিভাগ।

 

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ কার্যালয় সূত্রে জানা যায়, দরপত্র আহ্বানের পর ঠিকাদারিত্ব পেয়েছেন নারায়নগঞ্জের মো. শহীদ নামের জনৈক ব্যক্তি। দরপত্র বিজ্ঞপ্তির আওতায় থাকা এলাকা হলো ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের বারইয়ারহাট থেকে মস্তাননগর বাইপাস পর্যন্ত ৮ কিমি এবং জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের ৭ কিমি। এই সড়কগুলোর পাশে থাকা বিভিন্নপ্রকার গাছের ঝূঁকিপূর্ণ ডালপালা এবং মরা গাছগুলো কাটার নির্দেশনা রয়েছে। এতে আরো বলা হয়েছে কার্যাদেশ প্রদানের ২০ দিনের মধ্য উক্ত কাজ সম্পূর্ণ করতে। কার্যাদেশ ব্যতীত অন্যকোন গাছ কাটা যাবে না বলেও উল্লেখ রয়েছে। অন্যগাছ কাটা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠিকাদারের লোকজন সকাল থেকে সন্ধ্যা অবদি গাছের ঢালপালা ও মরাগাছ কাটার কাজে নিয়োজিত রয়েছেন। ২০ দিনের সময় নির্ধারণ করা হলেও গত প্রায় ২ মাসের বেশি সময় ধরে উক্ত কাজ চলমান রয়েছে। এরমধ্যে তারা সড়কের বেশ কয়েকটি স্থান থেকে কেটে নিয়েছে বড় আকারের কড়ই গাছ ও বজ্রপাত সহায়ক তাল গাছসহ জীবিত অনেক গাছ। এছাড়া ডালপালা কাটার নামে তারা ঝুঁকিপূর্ণের বাইরে থাকা অনেক গাছের ডালপালা কেটে নিয়ে যায়। বিশেষ করে পুরাতন কড়ই গাছগুলোর মোটা ঢালপালাগুলো এমনভাবে কাটা হয়েছে ঐ গাছগুলো বেঁচে থাকার অবস্থাও নেই। এভাবে ঢালপালা কাটায় পুরোনো গাছগুলো মারা যেতে পারে। ফলে অচিরেই সড়কগুলো বৃক্ষশুন্য হওয়ার আশংকা রয়েছে।

 

ঠিকাদারের শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ঠিকাদার শহীদের নিকটাত্মীয় জনৈক ইসলাম এই কাজগুলোর তদারকি করছেন। এই বিষয়ে ঠিকাদার শহীদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি। তার প্রতিনিধি ইসলামের মুঠোফোনে জানতে চাইলে তিনি নিজেকে ঠিকাদার বলে দাবী করেন। এছাড়া তিনি ঢাকার কয়েকজন সিনিয়র সাংবাদিকের নিকটাত্মীয় পরিচয় দিয়ে এই প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এছাড়া এই বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য কয়েকজন স্থানীয় সংবাদকর্মীকে অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করেন।

 

গাছ কাটার প্রশ্নে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় বৃক্ষপালনবিদ মো. রফিকুল ইসলাম বলেন, কয়েকটি কেটেছে বলে স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি। গাছের ডালপালা কাটার বিষয়টি আমরা তদারকি করছি। টেন্ডারের শর্ত ভঙ্গ হলে তাদের কার্যাদেশ বাতিল করা হবে।

 


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video