চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনা হ্রাস, চুরি, ছিনতাই এবং অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে কমিউনিটি পুলিশের ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ Jun ০৮, ০৬:৪০ অপরাহ্ন
জোরারগঞ্জ হাইওয়ে থানা কার্যালয়ে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোহেল সরকার।

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনা হ্রাস, চুরি, ছিনতাই এবং অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে কমিউনিটি পুলিশের ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়।

 

৮ জুন বৃহস্পতিবার দুপুরে থানা কার্যালয়ে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোহেল সরকার তার বক্তব্যে বলেন, এখন হাইওয়ে পুলিশ আরো অত্যাধুনিকভাবে সড়কের শৃংখলায় নিয়োজিত রয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে গরু চুরি, মলম পার্টিদের দৌরাত্ম ঠেকাতে এবং অযাচিত যানবাহন চলাচলে আমরা খুব সর্তকতার সাথে দায়িত্ব পালন করছি। আর এজন্য স্থানীয় বিভিন্ন পরিবহনের চালক, হেলপার, মালিক ও স্থানীয় জনগণের সহায়তা কামনা করেন তিনি।

 

এসময় আরো উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই দেলোয়ার হোসেন, সিনিয়র এএসআই আদম আলীসহ থানার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video