চট্টগ্রামে লালদিঘী মাঠের বিপরীত পাশে জেলা পরিষদ চত্বরের সামনে খোলা রাস্তায় অনুষ্ঠিত হবে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলা। শনিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামে বহদ্দারহাটের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেলা কমিটির সাথে কয়েক দফা বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয় লালদিঘির পাশের জেলা পরিষদ চত্বরে আগামী ১২ বৈশাখ (২৫ এপ্রিল) থেকে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। বলীখেলার জন্য বালি দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হবে। এ বিষয়ে মেয়র আরো বলেন, জব্বারের বলীখেলার সঙ্গে আমাদের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এই মেলা কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গৃহস্থালী সামগ্রী পাওয়া যায়, অন্য কোথাও সেগুলো পাওয়া যায় না। তাই এ মেলা কোনো অবস্থাতেই বন্ধ হতে পারে না। এসময় মেলা আয়োজক কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন।
- প্রেস রিলিজ
- মা.ফা/জা.হো.ম
মন্তব্য করুন