সত্য প্রকাশের অদম্য সাহসই গণমাধ্যমের অপ্রতিরোধ্য শক্তি। এই শক্তিই আমাদের আকৃষ্ট করে, প্রভাবিত করে। সাংবাদিকরা সব বাধা পেরিয়ে নিষ্ঠার সাথে সত্য প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে। গণমাধ্যমের চোখে মানুষ সমাজকে এবং দেশকে দেখে। কারণ গণমাধ্যমের কাজ মানুষ ও সমাজ নিয়ে।
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত কর্মরত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু্।
গত ৭ মে শনিবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটো নগর যুবলীগ নেতা এস. এম. সাইদ সুমন, মাসুদ রেজা, সনৎ বড়ুয়া, টিসিজেএ'র সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু’র সঞ্চালনায় সম্পন্ন এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, নির্বাহী সদস্য সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ প্রমুখ।
- সংবাদ বিজ্ঞপ্তি
- মা.ফা
মন্তব্য করুন