চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

জনপদ

কিছু কুচক্রী মহল ও দেশবিরোধী শক্তি গুজব রটিয়ে ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এসব অপশক্তি থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে

গুজব প্রতিরোধ ও সাম্প্রদায়িকতা বিরোধী সভা হাটহাজারীতে

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ Jun ১১, ০২:০০ অপরাহ্ন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হাটাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম

আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের লোকেরা মিলেমিশে বসবাস করে। সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন এক ও অভিন্ন। এখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। অথচ মাঝে মধ্যে কিছু কুচক্রী মহল ও দেশবিরোধী শক্তি গুজব রটিয়ে ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এসব অপশক্তি থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ১০ জুন শুক্রবার চট্টগ্রাম গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিস আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন প্রধান অতিথি উপজেলা  চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম।

 

প্রধান অতিথি আরো বলেন, ফেইসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে না জেনে কোনকিছু শেয়ার করা ও লাইক দেয়া থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ঘটনা দেখলে তা যাচাই করে নিতে হবে। সামান্য ভুল থেকে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে।

 

সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের সভাপতিত্বে হাটহাজারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, অফিসার ইনচার্জ (গোয়েন্দা) মোহাম্মদ আমির হোসেন, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, অরবিন্দ প্রসাদ মহাজন প্রমূখ।

প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপপরিচালক মো.সাঈদ হাসান। তিনি চিরায়ত বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির অতীতের গৌরবের কথা তুলে ধরেন। তিনি বলেন হুজুগে কোন কিছু করা যুক্তিযুক্ত নয়। দেখে-শুনে-বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কারো প্ররোচনা বা উস্কানিতে কোন ঘটনা ঘটিয়ে ফেললে তার জন্য সকলকে বিপদে পড়তে হয়। কাজেই সবাইকে সজাগ থাকতে হবে। ছাত্রছাত্রীদের বিষয়ে অভিভাবকগণকে সচেতন থাকতে হবে। তবেই সম্প্রীতির অটুট বন্ধন আরো সুদৃঢ় হবে। আলোচনা সভার পূর্বে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও গান পরিবেশন করা হয়।


-সংবাদ বিজ্ঞপ্তি

-মা ফা / জা হো ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video