চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

স্বাস্থ্যবিধি মানা না হলে করোনা মহামারী থেকে রক্ষা পাওয়া কঠিন। করোনা মহামারী সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ টিকা গ্রহন, মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা এবং ঘন ঘন হাত ধোয়ার বিকল্প নাই।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে লোকগান ও পথনাটক প্রদর্শনী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ সেপ্টেম্বর ১২, ০৪:৩৭ অপরাহ্ন
এডাবের সার্বিক তত্ত্বাবধানে ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক প্রচারাভিযানের আতওায় চকরিয়া উপজেলায় লোকগান ও পথনাটক প্রদর্শনী।

দেশে কোভিড-১৯ টিকাদানের ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা কক্সবাজারে এই মহামারীর সংক্রমণ প্রতিরোধে বেসরকারী সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্ঠিতে লোকগান ও পথনাটক প্রদর্শনীর আয়োজন করেছে। এডাবের সার্বিক তত্ত্বাবধানে ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক প্রচারাভিযানের আতওায় চকরিয়া উপজেলার ফাসিয়াখালী, চকরিয়া পৌরসভা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, বদরখালী, ডেমুসিয়া, বিএমচর ও পূর্ববড় ভেওলা ইউনিয়নের গুরুত্বপূর্ন হাট ও বাজার এলাকায় এ প্রচারণা কর্মসুচির আওতায় লোকগান ও পথনাটক প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

আইএসডিই কর্মসুচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রজেক্ট অফিসার আসিফ নুর হাসনাত ও প্রশিক্ষন কর্মকর্তা আবদুল্লাহ আল ফাহিম কর্মসুচিতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ককসবাজার জেলায় করোনার টিকা গ্রহনের দিক দিয়ে পিছিয়ে আছে। নানা কুসংস্কার ও অজ্ঞতার কারনে টিকা গ্রহনে সাধারন মানুষের আগ্রহ কম। করোনার ৪র্থ ঢেউ আবার দেখা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমাগতই বাড়ছে। সাধাারণ জনগনের মধ্যে করোনা মহামারী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা না গেলে ও স্বাস্থ্যবিধি মানা না হলে এ মহামারী থেকে রক্ষা পাওয়া কঠিন। করোনা মহামারী সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ টিকা গ্রহন, মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা এবং ঘন ঘন হাত ধোয়ার বিকল্প নাই। টিকার পরবর্তী উপসর্গ সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। সকল প্রকার গুজব ও কুসংস্কার পরিহার করতে হবে।

 

- মা.সো

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video