দেশে কোভিড-১৯ টিকাদানের ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা কক্সবাজারে এই
মহামারীর সংক্রমণ প্রতিরোধে বেসরকারী সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ
তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্ঠিতে লোকগান ও পথনাটক প্রদর্শনীর আয়োজন করেছে। এডাবের
সার্বিক তত্ত্বাবধানে ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক প্রচারাভিযানের আতওায়
চকরিয়া উপজেলার ফাসিয়াখালী, চকরিয়া পৌরসভা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, বদরখালী,
ডেমুসিয়া, বিএমচর ও পূর্ববড় ভেওলা ইউনিয়নের গুরুত্বপূর্ন হাট ও বাজার এলাকায় এ
প্রচারণা কর্মসুচির আওতায় লোকগান ও পথনাটক প্রদর্শনীর আয়োজন করা হয়।
আইএসডিই কর্মসুচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা
ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রজেক্ট অফিসার আসিফ নুর হাসনাত ও প্রশিক্ষন কর্মকর্তা
আবদুল্লাহ আল ফাহিম কর্মসুচিতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ককসবাজার জেলায় করোনার টিকা গ্রহনের দিক দিয়ে পিছিয়ে
আছে। নানা কুসংস্কার ও অজ্ঞতার কারনে টিকা গ্রহনে সাধারন মানুষের আগ্রহ কম। করোনার
৪র্থ ঢেউ আবার দেখা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমাগতই বাড়ছে। সাধাারণ
জনগনের মধ্যে করোনা মহামারী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা না গেলে ও স্বাস্থ্যবিধি
মানা না হলে এ মহামারী থেকে রক্ষা পাওয়া কঠিন। করোনা মহামারী সংক্রমণ প্রতিরোধে
কোভিড-১৯ টিকা গ্রহন, মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা এবং
ঘন ঘন হাত ধোয়ার বিকল্প নাই। টিকার পরবর্তী উপসর্গ সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে
হবে। সকল প্রকার গুজব ও কুসংস্কার পরিহার করতে হবে।
- মা.সো
মন্তব্য করুন