চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

কৃষি জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ করা ও বনাঞ্চলের গাছ কাটা যাবে না: ইঞ্জিনিয়ার মোশাররফ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ এপ্রিল ২৭, ০৬:১০ অপরাহ্ন
আইনশৃংখলা ও সমন্বয় সভায় শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণ করছেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

তিন ফসলি জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ করা যাবে না এবং কোন প্রকার গাছ কাটা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

 

২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মিরসরাই উপজেলা আইনশৃংখলা ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, কোন প্রকার কৃষি জমি অনাবাদি রাখা যাবে না। তিনি কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সহায়তার মাধ্যমে এবং প্রতিটি ইউনিয়নে কৃষি জমি তদারকি করে আবাদের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন। বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে সুপেয় পানির জন্য কোন প্রকার ডিপ টিউবওয়েল না বসানোর জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান। এছাড়া বন ভূমি রক্ষায় গাছ না কেটে বেশি করে গাছ লাগনোর আহ্বান জানান তিনি।

 

ইউনিয়ন পর্যায়ে সড়ক সংস্কারের জন্য উপজেলার ১৬ ইউনিয়নের চেয়ারম্যানদের প্রতি ৪ জন মিলে একটি করে রোলার কিনে সড়কের উন্নয়নে ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া সম্প্রতি জনশুমারি গণনার কাজে ব্যবহৃত মোবাইল টেপগুলো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বিতরণের জন্য নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কয়েকটি মোবাইল টেপ প্রদান করে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

 

মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সঞ্চালনায় আইনশৃংখলা ও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী রনি সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video