রাঙ্গামাটি জেলায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট ৩ ( এলজিএসপি-৩)-এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণার্থে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় রাঙ্গামাটির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার উপ পরিচালক মো. মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন। সভায় পার্বত্য অঞ্চলের উন্নয়নে এলজিএসপির কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।
- মা.ফা
মন্তব্য করুন