অত্যাধুনিক সেবার
মান নিয়ে দীর্ঘ ১৮ বছর চিকিৎসা সেবায় ও রোগ নির্ণয়ে সেবা প্রদান করে আসছে বারইয়ারহাট
এনসিউর মেডি ল্যাব। আরো উন্নত সেবার প্রত্যয়ে পূর্বের স্থান পরিবর্তন করে সুপরিসর নতুন
কার্যালয়ে স্থানান্তর করা হয়। পূর্বের কার্যালয় আল আমিন মার্কেটের ৩য় তলা থেকে বর্তমানে
আবু উসামা মার্কেটের ২য় তলায় (সাবেক ফুড ল্যান্ড হোটেলে) নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন
করা হয়েছে।
১৫ মার্চ বুধবার বিকালে এনসিউর মেডি ল্যাবের চেয়ারম্যান অধ্যাপক এয়াছিন নিশানের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনার মাধ্যমে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই ডায়াগণস্টিক এন্ড হাসপাতাল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। এনসিউর মেডি ল্যাবের পরিচালক অহিদুর রহমান, ইকবাল বাহার রুমন, সফিকুল আরাফাত খন্দকার, আলী হায়দার, আজিম উদ্দিন জিয়া, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
- নাছির উদ্দিন/মিরসরাই।
মন্তব্য করুন