চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

ঈদকে ঘিরে মিরসরাই উপজেলা বিএনপি'র মিলনমেলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ এপ্রিল ২৫, ০৬:১৮ অপরাহ্ন
ঈদ শুভেচ্ছা বিনিময় এবং মেজবানে অংশগ্রহণ করতে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূরীর বাড়ীতে বিএনপির নেতা-কর্মীদের মিলনমেলা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেতা-কর্মীদের উজ্জীবিত করতে পবিত্র ঈদুল ফিতরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতা-কর্মীদর একত্রিত করে মিলনমেলায় রুপান্তরিত করেছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। অবশ্য রমজান মাস থেকেই বিভিস্থানে ইফতার মাহফিল করে একত্রিত হয়েছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। তবে ঈদকে ঘিরে তাদের মিলনমেলা চোখে পড়ার মত।

 

২৪ এপ্রিল সোমবার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন দুপুরে মিরসরাই উপজেলা বিএনপর আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সাহেরখালীর ডোমখালী এলাকায় অবস্থিত নিজ বাড়ীতে একটি মেজবানের আয়োজন করা হয়। তার পারিবারিক কারো কোন অনুষ্ঠানকে ঘিরে নয়, শুধু নেতা-কর্মীদের একসাথে করতে এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ে এই মেজবানের আয়োজন করা হয়। এতে উপজেলার সকল ইউনিয়নের এবং বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভার বিভিন্নস্তরের হাজারো নেতাকর্মীদের মিলনমেলা ঘটে।

 

এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, মিলনমেলায় নেতা-কর্মীদের প্রতি একটাই ম্যাসেজ ছিলো দলীয় অভ্যন্তরীন সকল বিভেদ ভুলে, সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করা। এসময় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা থেকে আগত নেতৃবৃন্ধকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিজমের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করার আহবান জানান তিনি।


- নাছির উদ্দিন/মিরসরাই

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video