জীবনের মূল্যবান অনেকটা সময় কাটায় প্রবাসীরা বিদেশে। বিভিন্ন
ছুটিতে দেশে ফিরে যেন সময় কাটেনা তাদের। কেউ ঠিকমত তাদের খবর রাখেনা খোঁজ নেয় না। বেকার
মানুষের মত ঘুরেবেড়িয়ে দিন কাটে তাদের। যথাযথ মর্যাদা তো দুরের কথা এই রেমিট্যান্স
যোদ্ধাদের নিজ দেশের বিভিন্ন জায়গায় হয়রানি হওয়ার ঘটনাও ঘটে অহরহ। কিন্ত এর একটি
ব্যাতিক্রম রূপ ফুটে ওঠে চট্টগ্রামের আনোয়ারা বারশত ইউনিয়নে। যখন যে প্রবাস
থেকে দেশে আসেন বারশত-এর চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ নিজ থেকে তাদের খবর নেন। মাঝে
মাঝে তাদের নিয়ে সমুদ্র বিলাসে আনন্দ উল্লাসে মেতে ওঠেন স্থানীয় পারকি বিচে।
এরই ধারাবাহিকতায় ওপেন ফেইসবুক পোস্ট দিয়ে এবং ব্যাক্তিগতভাবে
সবাইকে ডেকে ৮ অগাস্ট বিকেলে একটি সুন্দর মুহুর্ত উপহার দেন তিনি। বিভিন্ন
প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ভাই যারা দেশে এসেছেন তাদের নিয়ে আয়োজন
করেন মতবিনিময় সভার। এতে সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ জনাব
কামাল খান।
মতবিনিময় সভায় অনুষ্ঠানের আয়োজক ও প্রধান অতিথি বারশত ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ বলেন, আমার রেমিট্যান্স যোদ্ধা ভাইরা শুধু
এলাকার নয় দেশের সম্পদ। তারা যখন প্রবাসে থাকেন সে সময় তাদের পরিবারগুলির দেখভাল
করা আমাদের সামাজিক দায়িত্ব। এ ইউনিয়নে কোথাও কোন প্রবাসী হয়রানি হলে আমাকে
জানাবেন। তাদের জান-মাল রক্ষায় আমি নিজে ছুটে যাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু যুব পরিষদ ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব এয়ার মোহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উওর আমিরাত শাখার সহ-সভাপতি সারজাহ-এর বিশিষ্ট ব্যবসায়ী জনাব জানে আলম (জনি), ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার জনাব আবদুর রহিম, ৪নং ওয়ার্ড মেম্বার জনাব তৌহিদুল ইসলাম (তৌহিদ), ৩নং ওয়ার্ড মেম্বার জনাব আবদুল কাইয়ুম, মালয়েশিয়া প্রবাসী জনাব আবু ছাদেক। স্বাগত বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কারী ফোরখান, ফারুক, টিপু, মোহাম্মদ নিজাম, শওকত আলম সহ আরো অনেকে। মতবিনিময় সভায় প্রায় একশ জন প্রবাসী উপস্থিত ছিলেন।
- রানা সাত্তার / আনোয়ারা
মন্তব্য করুন