চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিকর বর্জ্য অব্যবস্থাপনা ও নদীতে
নিঃসরণের অভিযোগে বনফুল ডেইরি ফার্ম নামক একটি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা
করেছে ভ্রাম্যমান আদালত।
২৭ জুলাই আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ ভ্রাম্যমান আদালতের অভিযান
পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী ও উপজেলা
সিনিয়র মৎস্য কর্মকর্তা রকিবুল হক।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ
আল মুমিন বলেন, স্থানীয় অধিবাসী ও এলাকার কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে বনফুল
ডেইরি ফার্মে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ক্ষতিকর বর্জ্য অব্যবস্থাপনা
ও নদীতে নিঃসরণের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ফার্মটিকে পঞ্চাশ হাজার
টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে বলে
জানান তিনি।
- রানা সাত্তার
মন্তব্য করুন