মিরসরাইয়ে এক সৌদি প্রবাসী তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিকার এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে। ৩১ জুলাই দুপুরে মিরসরাই উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাছির উদ্দিন। এসময় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী
ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিউল্লাহ-এর পুত্র। জীবিকার তাগিদে দীর্ঘ
১৯ বছর প্রবাসে জীবন-যাপন করছি। ছুটিতে দেশে বেড়াতে আসি। গত ২৩ জুলাই একই এলাকার
নিহত সাবেক ইউপি সদস্য কাশেম এর স্ত্রী ফাতেমা বেগম এবং তার ছেলে তারেক দেশীয়
অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার বাড়ীতে এসে আমার পরিবারের উপর হামলা করার চেষ্টা
করে। তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময়
স্থানীয়রা এগিলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা আমাকে জানে মেরে
ফেলবে এবং আামার বিদেশ যাওয়া বন্ধ করে দেবে বলে হুমকি ধমকি প্রদান করে। এ বিষয়ে
মিরসরাই থানায় সাধারণ ডায়েরী করতে গেলে পুলিশ ডায়েরী গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দেয়।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত ইউপি সদস্য
কাশেম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য বেলাল আমার নিকটাত্মীয় হয়। আত্মীয়তার সুবাদে
তাদের পরিবারের সদস্যগণ আমার বাড়ীতে যাতায়াত করে। এর জের ধরে কাশেম মেম্বারের
পরিবারের লোকজন আমার পরিবার এবং আমাকে সন্দেহ করে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা
করে। এছাড়া আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে আমি
নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি আপনাদের লেখনির মাধ্যমে আইনগত প্রতিকার পেতে প্রশাসনের
সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে ১৬নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, বিষয়টি আমি অবগত আছি। এ বিষয়ে মিরসরাই থানার অফিসার উনচার্জ কবির হোসেন বলেন, তারা আমার কাছে এসেছিলো। প্রাথমিক তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমি তাদের জানিয়েছি।
- নাছির উদ্দিন / মিরসরাই
মন্তব্য করুন