চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সাহিত্য

জ্যোতির্ময় নন্দী

দুটি কবিতা: প্রিয় নেত্রীর জন্মদিনে

সাহিত্য ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ২৮, ০৮:৪৭ অপরাহ্ন

১.

নায়ের মাঝি হাসিনা

[মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য]

 

পিতা মৃত, জাতি স্তব্ধ, কেউই তখন হাসি না

হাসি হয়ে জাতির মাঝে ফিরে এলেন হাসিনা

 

ফিরিয়ে দিলেন জয় বাংলা, স্বাধীনতার গাথা

দাবিয়ে রাখা সেই ইতিহাস, মর্মে যেটা গাঁথা

 

ফিরিয়ে দিলেন ন্যায়বিচারে, গণতন্ত্রে আস্থা

খুলে দিলেন উন্নয়নের সুপ্রশস্ত রাস্তা

 

ফিরিয়ে দিলেন জাতির পিতার প্রাপ্য যোগ্য সম্মান

খুনির দণ্ডবিধান থাকবে ইতিহাসে অম্লান

 

এনে দিলেন শিক্ষা, স্বাস্থ্য, জাতির চোখে স্বপ্ন

স্বদেশ গড়ার কর্মযজ্ঞে হলেন গভীর মগ্ন

 

তলাবিহীন ঝুড়ি থেকে পরিপূর্ণতায়

বিপুল বেগে শেখ হাসিনার বিজয়তরী ধায়

 

বিশ্বসভায় বাংলাদেশের উজ্জ্বলতর রূপ

দেখে দেখে শত্রু মুখে কুলুপ এঁটে চুপ 

 

যতই চলে তাঁকে গুলি বোমায় মারার চেষ্টা

ফিনিক্স পাখির মতো তিনি উঠে দাঁড়ান শেষটা

 

বিশ্বমানবতার নেত্রী এবং জাতির ত্রাতা

আমরা তাঁকে বোনই বলি, কিংবা বলি মাতা

 

শক্ত ভিতে দাঁড়িয়ে এখন, অগাধ জলে ভাসি না
গাঙ পেরিয়ে কুল দেখালেন নায়ের মাঝি হাসিনা 

২.

তোমার কীর্তি

['তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান...']

 

কীর্তি গাহিতে কী বলিব বলো

ভুলিয়া গিয়াছি ভাষা

অমর কীর্তি গড়িলে হাসিনা

বাঁধিয়া কীর্তিনাশা

 

যতদিন রবে বাংলার বুকে

পদ্মার জল বহমান

পদ্মা সেতু গাহিবে তোমার

অবিনশ্বর জয়গান

 

বাংলার বুকে স্মরণকালের

সকল কীর্তি ছাড়িয়ে

তোমার কীর্তি চিরকাল থাক

মাথা উঁচু করে দাঁড়িয়ে

 

বাঙালিও পারে-- তুমিও দেখালে

দেখালো তোমার পিতা

আমাদের মনে জাগরুক থাক

সে-স্মৃতি অনির্বাপিতা

 

বাঙালিও পারে নিজ বাহুবলে

ওড়াতে বিজয়কেতু

প্রমাণ পিতার স্বাধীন বাংলা

তোমার পদ্মা সেতু   

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video