চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাহিত্য

জ্যোতির্ময় নন্দী'র কবিতা

তোমার পায়ে মাথা নোয়াই, বঙ্গমাতা


প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ০৬, ১১:৫১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু বঙ্গপিতা, বঙ্গত্রাতা 

বঙ্গবন্ধুত্রাতা তুমি, বঙ্গমাতা 


বঙ্গপিতা বারে বারে কারারুদ্ধ

যখন বাইরে ঘরে ছিল তোমার যুদ্ধ 


তুমিই ছিলে দুঃখদিনে অভয়দাত্রী  

তোমার নায়ে ঘরের, দলের সকল যাত্রী 


শহীদ তুমি, রক্তে ধুলে দেশের মাটি 

দেশাত্মবোধ তোমার ছিল নিখাদ খাঁটি  


জীবনসঙ্গী পিতার তুমি, মরণসাথী 

স্মৃতির মাজার আলো করে জোড়া বাতি


তুমি ছিলে মুখের অন্ন, মাথার ছাতা 

তোমার পায়ে মাথা নোয়াই বঙ্গমাতা


আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video