ভাষায় বাঁধে বাসা
সকল ভালোবাসা
কিছু ভাষা পাখির
কিছু সজল আঁখির
কিছু ভাষা জলের
অধীর কলরোলের
কিছু ভাষা চাঁদের
পাতা মোহন ফাঁদের
কিছু ভাষা নীরব
জাগায় দেখো কী রব
ভাষার স্রোতে ভেসে
যে যায় ভালোবেসে
নতুন নতুন ঘাটে
তাহার বেলা কাটে
নতুন কত প্রাণ
জাগায় ভাষার গান
তরণী ভাসে জলে
ভাষার দোলাচলে
নৌকো যদি ডোবে
প্রবল ক্রোধে ক্ষোভে
ভাষা উঠবে তেতে
অশনি সংকেতে
ভাষার দাবানল
কে নেভাবে, বল্
ভাষার ভূকম্পনে
জীবন যাবে বনে
ভাষা সর্বনাশা
তবুও সর্ব আশা
ভাষায় করে ভর
সদা নিরন্তর
প্রবহমান কালে
ছন্দে তালে তালে
প্রিয় ভাষার নদী
বইছে নিরবধি
ভাষায় বাঁধি বাসা
ভাষাই ভালোবাসা
মন্তব্য করুন