চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সাহিত্য

জ্যোতির্ময় নন্দী

তোমার কীর্তি


প্রকাশিত : শনিবার, ২০২২ Jun ২৫, ১২:১০ অপরাহ্ন

অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা

['তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ']

কীর্তি গাহিতে কী বলিব বলো
ভুলিয়া গিয়াছি ভাষা
অমর কীর্তি গড়িলে হাসিনা
বাঁধিয়া কীর্তিনাশা

যতদিন রবে বাংলার বুকে
পদ্মার জল বহমান
পদ্মা সেতু গাহিবে তোমার
অবিনশ্বর জয়গান

বাংলার বুকে স্মরণকালের
সকল কীর্তি ছাড়িয়ে
তোমার কীর্তি চিরকাল থাক
মাথা উঁচু করে দাঁড়িয়ে

বাঙালিও পারে-- তুমিও দেখালে
দেখালো তোমার পিতা
আমাদের মনে জাগরুক থাক
সে-স্মৃতি অনির্বাপিতা

বাঙালিও পারে নিজ বাহুবলে
ওড়াতে বিজয়কেতু
প্রমাণ পিতার স্বাধীন বাংলা
তোমার পদ্মা সেতু 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video