চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ধর্মকথা

ইমাম হোসাইনের শাহাদাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে প্রেরণা যোগায়

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ আগস্ট ১১, ০১:৫৪ অপরাহ্ন
বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারী মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন মোফাস্সিরে কোরআন মাওলানা মামুনুর রশীদ নূরী।

মোহররম মাস মার্সিয়া বা আহাজারীর মাস নয়, এটি কারবালায় আহলে বাইতে রাসুলের (স.) রক্তঝরা আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক কুরবানীর মাস। ১০ মহররম পটিয়া ইন্দ্রপুল বায়তুশ শরফ কমপ্লেক্স আয়োজিত শোহাদায়ে কারবালা স্বরণে এক বিরাট মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সিরে কোরআন মাওলানা মামুনুর রশীদ নূরী এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, কারবালার স্মৃতি মুসলমানদের হৃদয়ে নতুন বিপ্লবের সৃষ্টি করে, ঈমানী উত্তাপ নবায়নে সাহায্য করে এবং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে প্রেরণা যোগায়। কারবালায় আহলে বাইতে রাসুলের শাহাদাত বিশ্বের সকল স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে বৈপ্লবিক প্রেরণার উৎস। হযরত ইব্রাহীম (আ.)স্বীয় পুত্রকে কুরবানীর মাধ্যমে বিশ্বমানবতার আধ্যাত্মিক নেতৃত্বের যে উত্তরাধিকারী রচনা করে গেছেন। সে কুরবানীর আদর্শকে নবী দৌহিত্র ইমাম হোসাইন (রা.) বুকের তাজা রক্ত দিয়ে জীবন্ত করে দিয়েছেন। তিনি মুসলমানদের দ্বীন ও ঈমান বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে হোসাইনী ঈমানে বলীয়ান হয়ে ঝাপিয়ে পড়ার জন্য আহবান জানান।

 

বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারী আলহাজ্ব মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন ইন্দ্রপুল বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলানা হাফেজ সরওয়ার হোসাইন রাশেদী, মাওলানা মুহাম্মদ ইদ্রীস, মাওলানা ছগির আহমদ ও হাফেজ মুহাম্মদ আনিসুর রহমান প্রমুখ। 

 

- নুরউদ্দিন বাহাদুর

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video