চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

মানুষের জীবনে নির্মল আনন্দের প্রয়োজন রয়েছে। নির্মল আনন্দ ব্যতিরেকে মানুষের জীবন গড়ে তোলা সম্ভব নয়। তাই মানুষের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে হলে এসব সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ খুবই জরুরি।

রাঙ্গুনিয়ায় ‘জয় বাংলা’ কনসার্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ১৮, ০১:৪৬ অপরাহ্ন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজ মাঠে এটিএন বাংলা আয়োজিত ‘জয় বাংলা’ কনসার্টে বক্তব্য রাখছেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আমাদের তরুণ সমাজ আজ নানাভাবে বিপদগামী হচ্ছে। এ সমাজকে রক্ষা করার জন্য ব্যাপকভাবে সাংস্কৃতিক কর্মকান্ডের প্রয়োজন রয়েছে। আমরা যদি সারাদেশে সাংস্কৃতিক কর্মকান্ডের ঝড় বইয়ে দিতে পারি তাহলে তরুণ সমাজকে মৌলবাদী, মাদক ও অপকর্মের দিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা তার হাত থেকে রক্ষা করতে পারি।

 

১৭ মার্চ শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজ মাঠে এটিএন বাংলা আয়োজিত জয় বাংলা কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

রাঙ্গুনিয়া সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ একেএম সুজা উদ্দীনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, মানুষের জীবনে নির্মল আনন্দের প্রয়োজন রয়েছে। নির্মল আনন্দ ব্যতিরেকে মানুষের জীবন গড়ে তোলা সম্ভব নয়। তাই মানুষের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে হলে এসব সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ খুবই জরুরি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তী।

 

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ এএসসি, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video