চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

ফেনী সদর থানার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক রিপনের অস্ত্রধারী সন্ত্রাসীরা মেয়র রেজাউল ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা শুরু করে বলে অভিযোগ করেন মেয়রের লোকজন।

মিরসরাইয়ে বালু উত্তোলন নিয়ে দ্বন্দে পৌর মেয়রসহ গুলিবিদ্ধ ৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ১৫, ১১:৪৬ পূর্বাহ্ন
আহত অবস্থায় চিকিৎসাধীন মেয়র রেজাউল করিম ও অশোক সেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ১৪ অক্টোবর দুপুর ১১ টার সময় ফেনীর সোনাগাজী থানাধীন মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় বারইয়ারহাট পৌরসভার মেয়র তার সাথে কয়েকজনকে নিয়ে মুহুরী প্রজেক্ট এলাকায় বালুমহাল পরিদর্শনে যায়। এসময় ঘটনাস্থলে পূর্ব থেকে উপস্থিত থাকা ফেনী জেলার ফেনী সদর থানার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক রিপনের অস্ত্রধারী সন্ত্রাসীরা মেয়র রেজাউল ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা শুরু করে বলে অভিযোগ করেন মেয়রের লোকজন। একপর্যায়ে তারা মেয়রকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন (৫০), মেয়রের সাথে থাকা ২নং হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মৃত ননী গোপালের ছেলে অশোক সেন (৪৮) ও ৫নং ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার শাহেদ খান দুখু (৩৮)।

 

আহতদের দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। অভিযোগের বিষয়ে ফাজিলপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যন মজিবুল হক রিপনের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থলের বালুমহালটি তার নামে সরকারী ভাবে ইজারাকৃত আছে। সেখানে হামলার ঘটনার সাথে তিনি জড়িত নন বলে দাবী করেন।

 

এ বিষয়ে মীরসরাই সার্কেল এসএসপি (সহকারী পুলিশ সুপার) লাবীব আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি সাভাবিক রয়েছে। ঘটনাস্থলটি ফেনী জেলার সোনাগাজী থানাধীন হওয়ায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবেন সোনাগাজী থানা পুলিশ।

- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video