চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

বান্দরবানে আবারো পড়ল মিয়ানমারের গুলি: আতঙ্কে এলাকাবাসী:

জনপদ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ অক্টোবর ২৩, ০১:৫১ অপরাহ্ন

বাংলাদেশের অভ্যন্তরে আবারও এসে পড়লো মিয়ানমারের গুলি। শনিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্প থেকে প্রায় ৩০০ গজ দূরে বিজয় টিলাতে মিয়ানমারের ছোঁড়া মেশিনগানের গুলি এসে পড়ে।

স্থানীয় দৌছড়ি ইউনিয়নবাসীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় মিয়ানমারের ছোঁড়া বেশকিছু গুলি নাইক্ষ্যংছড়ি সীমান্তের অভ্যন্তরে এসে পড়ে। একই সময় দৌছড়ির বাইরে মাঠের কাছে ৪৯ ও ৫০ নম্বর সীমান্ত পিলারের পাশে প্রচণ্ড গোলাগুলি ও মর্টারশেলের বিকট শব্দ শোনা যায়। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সীমান্তের ২০০ পরিবারকে নিরাপদে সরে আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে উপরের মহলকে অবহিত করা  জানানো হয়েছে বলে জানায় নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video