চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

জোরারগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ মে ০২, ১২:৩৩ অপরাহ্ন
নির্মাণ শ্রমিকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বঙ্গবন্ধু শ্রমিকদের খুব ভালোবাসতেন। বঙ্গবন্ধু সব সময় শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলে গেছেন। এখন উনার সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রীও শ্রমিকদের কল্যাণে নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করছেন। ১ লা মে সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।


 

উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদার, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

 

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মীরসরাই উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video